১৮ মাস পর জাতীয় দলে ফিরলেন সাইফ উদ্দিন 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-28 21:09:31

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ৩ মে। আসন্ন এই সিরিজ শুরুর চার দিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষণা করা দলটিতে নেই সাকিব আল হাসান। এদিকে দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন সাইফ উদ্দিন।

দলটিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম। 

এদিকে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রায় ২০ মাস পর জাতীয় দলের কোনো সিরিজে ডাক পেলেন পারভেজ হোসেন ইমন। এর মাঝে অবশ্য দুটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি, সেটি ছিল গত বছরের হাংজু এশিয়ান গেমসে। অর্থাৎ, জিম্বাবুয়ে বিপক্ষেই ফের দ্বিপাক্ষিক সিরিজে ফিরলেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এই বাঁহাতি ব্যাটার। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৬২৩ রান করে আছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। 

সাইফ উদ্দিন ছাড়া দলে জায়গা মিলেছে তিন পেসার ও তিন স্পিনারের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জায়গা না পেলেও এ সিরিজে ফিরলেন আফিফ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে গত ফেব্রুয়ারির সেই সিরিজ থেকে জায়গা হারিয়েছেন পাঁচজন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। তবে আইপিএল থেকে ফিরে সিরিজের শেষ দুই ম্যাচে ফিরতে পারেন মুস্তাফিজ। এছাড়া চোট কাটিয়ে সুস্থ হলে ফিরলে দেখা মিলতে পারে সৌম্যরও। 

আগামী ৩ মে শুরু হতে যাওয়া সিরিজটির পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে। শুরুর এই তিন ম্যাচ হবে চট্টগ্রামে। সিরিজের শেষ দুই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে।

এদিকে সিরিজটি খেলতে ইতিমধ্যে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে দল। আজ রাতেই আলাদা ফ্লাইটযোগে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে সফরকারী দলটির।   

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হোসেন সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর