চাপ সামলে এগোচ্ছে লঙ্কানরা 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-09 15:59:33

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে লঙ্কান সিরিজে ১-১ এ সমতা আনে বাংলাদেশ। এতে তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী। সেখানে স্বাগতিকদের জয়টা শুরু টসেই। এ নিয়ে টানা তিন ম্যাচে আগে টসে জেতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিন ম্যাচেই একই সিদ্ধান্ত, আগে বোলিংয়ে। এবং সেখানে শুরু থেকে চাপে রাখে দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

দলীয় ১৮ রানের মাথায় ম্যাচে প্রথম ধাক্কাটা খায় শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলে ওপেনার ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান তাসকিন। পরে সেই চাপ অনেকটা সামলে ওঠার পর অষ্টম ওভারে এসে দলের দ্বিতীয় উইকেট হারায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সেখানে কামিন্দু মেন্ডিসকে ফেরান রিশাদ হোসেন

শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস অর্ধেকে ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে সফরকারীরা। 

শুরুর আট ওভারেও ম্যাচ নিজেদের দখলে রেখেছিল স্বাগতিকরা। তবে পরের দুই ওভারে ২৬ রান তুলে ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় হাসারাঙ্গার দল। এদিকে সময় গড়িয়ে পিচে থিতু হয়ে এগোচ্ছেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। ম্যাচের এই অবস্থানে ৪২ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার।



এ সম্পর্কিত আরও খবর