‘অলিখিত’ ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-09 14:38:11

ঘরের মাটিতে লঙ্কান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ১-১ সমতা আনে বাংলাদেশ। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নির্ধারণী ম্যাচ, ‘অলিখিত’ ফাইনাল। সেখানে টসে জিতেছে 

আগের দুই ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই গড়াচ্ছে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সাত নম্বর উইকেটে। সেই একই উইকেটে আজ (শনিবার) হচ্ছে খেলা। 

এদিকে সিরিজের এই ম্যাচে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতেনি দলটি। এতে জয় তুলে নিয়ে সেই ইতিহাসই গড়তে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। আগের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। 

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



এ সম্পর্কিত আরও খবর