৭০০ উইকেট ক্লাবে জেমস অ্যান্ডারসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-09 11:55:02

টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁলেন জেমস অ্যান্ডারসন। এর আগে এই কীর্তি গড়েছেন মাত্র দুইজন বোলার, তাঁরা হলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

ওয়ার্ন এবং মুরালিধরন দুইজনই ছিলেন স্পিনার। এই কীর্তির তালিকায় তাই প্রথম পেসার হিসেবে নাম লেখালেন অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে আজ (শনিবার) টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ধর্মশালার মাঠে কুলদীপ যাদবকে আউট করার মাধ্যমে লাল বলের ক্রিকেটে এই অনন্য রেকর্ড গড়লেন ৪১ বছর বয়সী এই ইংলিশ পেসার।

৭০০তম উইকেট তুলে নেওয়ার পর অ্যান্ডারসন

 

ধর্মশালা টেস্টে নামার আগে ১৮৬টি টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ছিল ৬৯৮। ৭০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করতে দরকার ছিল মাত্র দুই উইকেটের। ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। তারপরে আজ তৃতীয় দিনের একদম শুরুতেই আরও একটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।

৮০০ উইকেট নিয়ে এই তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন এবং ৭০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন শেন ওয়ার্ন। আর ৯টি উইকেট শিকার করলে প্রয়াত অজি কিংবদন্তিকেও ছাড়িয়ে যাবেন অ্যান্ডারসন।

এ সম্পর্কিত আরও খবর