সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-09 11:11:36

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুর তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতা থাকার কারণে আজকের ম্যাচটিকে অলিখিত ফাইনাল বলাই যায়।

সিরিজের প্রথম ম্যাচ খুব কাছে যেয়েও মাত্র ৩ রানে হারতে হয় নাজমুল হোসেন শান্তদের। দ্বিতীয় ম্যাচে সেই শান্তর বিধ্বংসী ব্যাটিংয়েই ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। আজ যে দল জিতবে তারাই উঁচিয়ে ধরবে সিরিজ জয়ের শিরোপা।

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ, এমনটাই বলেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে- ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।‘

অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামার সম্ভাবনা আছে বাংলাদেশের। অপরদিকে নিশ্চিতভাবেই একাদশে পরিবর্তন আসবে শ্রীলঙ্কার। কারণ মাহিশ পাথিরানা চোটে আক্রান্ত এবং নিষেধাজ্ঞা কেটেছে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। তাই তাকে আজ একাদশে দেখা যাওয়া প্রায় নিশ্চিত।

এ সম্পর্কিত আরও খবর