টি-টোয়েন্টিতে উন্নতি এবং ওয়ানডেতে বড় ট্রফি চান শান্ত 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-03 15:14:30

তিন ফরম্যাটেই নেতৃত্ব করেছেন এর আগেই। তবে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই যাত্রা শুরু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিন সংস্করণে পাওয়া অফিশিয়াল দায়িত্বের পেরিয়েছে তিন সপ্তাহ। তবে এর মধ্যে বিপিএল চলায় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হননি শান্ত। আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হলো সেই যাত্রাও। সেখানে তিন ফরম্যাট নিয়েই বেশ দূরদর্শী দেশের জাতীয় দলের নতুন এই অধিনায়ক।

ফরম্যাট বিচারে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো। যা সহসাই মেনে নিলেন শান্তও। তবে এখন পর্যন্ত সাদা বলের এই ফরম্যাটে বড় কোনো শিরোপা নেই বাংলাদেশের। তাই এবার সেদিকেই মূল লক্ষ্য এই বাঁহাতি ব্যাটারের। সেসব নিয়েই সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওয়ানডে তো আমরা ভালো করছি। তবে দল হিসেবে বড় কোনো টুর্নামেন্টে আমরা পারিনি। এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব যে আমরা কীভাবে বড় টুর্নামেন্টে ভালো করতে পারি বা দেশের জন্য একটা ট্রফি নিয়ে আসতে পারি।’

বছরটা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের তাই সাদা বলের স্বল্প ফরম্যাট নিয়েও আলাদা পরিকল্পনা আছে শান্তর। ‘টি-টুয়েন্টিতে আমাদের গত বছরটা খুব ভালো কেটেছে। আমার মনে হয়, এ ক্ষেত্রে আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আরও কিছু জায়গায় উন্নতি করলে দেখা যাবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে ভালো করছি।’ 

যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়েই যাত্রা শুরু শ্রীলঙ্কা সফরের, এতে ম্যাচগুলো চলাকালীন পরিকল্পনাগুলো আরও বেশি পরিষ্কার হবে বলেও জানান তিনি। ‘এখন খুবই গুরুত্বপূর্ণ এটাই যে আমরা তিন সংস্করণে যে খেলোয়াড়েরা খেলব, শুধু ১৫ জন নয়, জাতীয় দলের আশপাশে যে ৩০-৩৫ জন আছে, প্রত্যেকের কীভাবে যার যার জায়গা থেকে দলের জন্য উন্নতি করে আসতে পারি।’ 

সাদা বলের দুই ফরম্যাট ছাড়াও লাল বলের ক্রিকেট নিয়েও এদিন কথা বলেন শান্ত। টেস্টে বাংলাদেশের উন্নতি তুলনামূলক অনেক পিছিয়ে। তবে নিজেদের মাটিতে হতে যাওয়া আসন্ন ম্যাচগুলো অন্তত জিততে চান এবং বাইরের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা রাখার কথা জানান বাংলাদেশের এই অধিনায়ক। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠেই সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৯ মার্চ। 

এ সম্পর্কিত আরও খবর