চোটে ছিটকে গেলেন আলিস, ডাক পেলেন জাকের আলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-02 18:38:41

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলকেই চোটাঘাতের সঙ্গে লড়তে হচ্ছে। শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটার কুশল পেরেরা এই সিরিজ থেকে ছিটকে গেছেন শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে। এবার আঙুলের চোটে সিরিজ শেষ হয়ে গেল বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলামেরও। তার বদলি হিসেবে জাকের আলি অনিককে দলভুক্ত করেছে বাংলাদেশ।

আজ (শনিবার) বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সময় আঙুলে চোট পান আলিস। এই চোট সারিয়ে মাঠে ফিরতে ২/৩ সপ্তাহ লেগে যাবে। তাই সোমবার (৪ মার্চ) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তার অংশ নেয়ার কোনো সুযোগ নেই।

আলিসের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তারই কুমিল্লার সতীর্থ জাকের আলি অনিক। বিপিএলে মারকুটে ব্যাটিং দিয়ে নজর কেড়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। কুমিল্লার হয়ে এবার ১৪১ স্ট্রাইক রেটে ১৯৯ রান এসেছে তার ব্যাটে।

উল্লেখ্য, আগামী ৪ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৯ মার্চ।

এ সম্পর্কিত আরও খবর