ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-16 13:14:02

 

রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সেখানে দিনের দ্বিতীয় সেশনে এখনো ব্যাট করছে স্বাগতিকরা। আগের দিনে রোহিতের ১৩১ রানের পর জাদেজার অপরাজিত ১১০ রানের ভরে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ পায় ভারত। 

তবে এদিন দিনের শুরুতেই উইকেট হারায় জাদেজা। ২২৫ বলে করেন ১১২ রান। দিনের শুরুতে ৫ রানেই ২ উইকেট হারানোর পর চাপ সামলে সংগ্রহ বাড়াতে ২২ গজে বর্তমান ব্যাট করছেন ধ্রুব জুরেল। ১২০তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ৩৭ রানে ফিরলে ভাঙে অষ্টম উইকেটে ৭৭ রানের জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪০৮। 

এদিকে ব্যাটিংয়ে নামার আগেই ইংলিশদের স্কোরবোর্ড এখন ০ উইকেটে ৫ রান। যেটি এসেছে অশ্বিনের সুবাদে। ২২ গজে দৌড়ানোর নিষিদ্ধ জায়গা অর্থাৎ উইকেটের মাঝ বরাবর রান নেওয়ার উদ্দেশ্যে দৌড়ানোর দায়ে ৫ রান পেনাল্টি খায় ভারত। এতে ৫ রান জমা নিয়ে রাজকোটে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে ইংল্যান্ড দল। 

আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী অশ্বিনের এই ভুলে ৫ রানের পেনাল্টির সিদ্ধান্ত নেন অন-ফিল্ড আম্পায়াররা। 

এ সম্পর্কিত আরও খবর