সরফরাজের দিনে রোহিত-জাদেজার সেঞ্চুরি 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-15 18:31:11

রাজকোটে দিনটা শুরু হয়েছিল সরফরাজ খানের নামে। অভিষেক ক্যাপ নেওয়ার সময় বাবা-ছেলের আবেগমাখা সেই চিত্র ফাঁকি দিতে পারেনি মাঠে কোনো ক্যামেরাকেই। তবে তাদের আনন্দের দিনে দলের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভিন্ন। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে মার্ক উডের পেস তোপে ৩৩ রানেই সাজঘরে পাড়ি জমান ৩ ব্যাটার। সেখান থেকে দিনের শেষটা এমন জায়গায় থামবে সেটা ভাবা হয়তো কিছুটা কষ্টকরই ছিল। তবে রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজার ২০৪ রানের অসাধারণ জুটি পর অভিষিক্ত সরফরাজকে নিয়ে জাদেজার ৭৭ রানের জুটি। এতে রাজকোট টেস্টের প্রথম দিনের শুরুটা ইংলিশদের ঝুলিতে থাকলেও শেষটা নিজেদের করে রাখল রোহিত শর্মার দল। দিনের তিন সেশন মিলিয়ে ৮৬ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে ভারত। 

দিনের শুরুতে দুই রানের ব্যবধানেই উইকেট হারান যসশ্বী জয়সোয়াল ও শুভমান গিল। আগের ম্যাচে দারুণ ডাবল সেঞ্চুরিয়ান দারুণ ছন্দে থাকলেও এদিন কেবল ১০ রানেই ফেরেন জয়সোয়াল। এদিকে রানে ফেরার আরও একটি প্রচেষ্টার ম্যাচে ফের ব্যর্থ গিল, ফিরেছেন খালি হাতেই। 

এদিকে বিরাট কোহলির বদলে দলে জায়গা পাওয়া রজত পাতিদারও ফেরেন কেবল ৫ রান করে। তবে পরেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। একপ্রান্ত জাদেজা সামলে রাখলে আরেক প্রান্তে দ্রুতগতিতে রান তোলার দৌড়ে মাতেন রোহিত। ১৫৭ বলে তুলে নেন সেঞ্চুরি। তবে আগের উইকেটের দীর্ঘ ৩২৮ বল পর সেই উডের বলে মিস টাইমিং শিকার হয়ে ফেরেন অধিনায়ক রোহিত। এর আগে নিজের খাতায় ১৯৬ বলে জমা করান ১৩১ রান। 

এরপর মাঠে নামেন সরফরাজ। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও নিজের জাত চেনাতে খুব একটা সময় নেননি তিনি। ওয়ানডে মেজাজে ৪৮ বলেই তোলেন ফিফটি। তবে অভিষেক ইনিংসটা আরও খানিকটা রাঙিয়ে রাখাটা কাটা গেল রান আউটে। ৬২ বলে ফেরেন এই ডানহাতি ব্যাটার। 

তবে রানের চাকা চলমান রাখেন জাদেজা। রোহিতের পর এই অলরাউন্ডারও তুলে নেন সেঞ্চুরি। দিন শেষের ঘোষণার আগে আছেন ১১০ রানে অপরাজিত। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: (প্রথম দিন শেষে)

প্রথম ইনিংস

ভারত: ৩২৬/৫ (৮৬ ওভার); (রোহিত ১৩১, জাদেজা ১১০*, সরফরাজ ৬২; উড ৩/৬৯, হার্টলি ১/৮১)

এ সম্পর্কিত আরও খবর