ইংল্যান্ডের বিপক্ষে বিশাল লিড ভারতের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-27 11:47:19

ব্যাট হাতে সফরকারীরা তেমন কিছু করে দেখাতে পারেননি। বল হাতেও প্রথম ইনিংসে নিজেদের মেলে ধরতে পারলেন না ইংলিশ বোলাররা। ফলে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৪৩৬ রান।

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) হায়দরাবাদের মাটিতে শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল ইংলিশরা। প্রথম দিনে ৬৫তম ওভারে দলীয় ২৪৬ রানেই সবকটি উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট হাতে অধিনায়ক বেন স্টোকস বাদে আর কেউই তাদের ইনিংস বেশি লম্বা করতে পারেনি। বুমরাহর বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৭০ রানে সাজঘরে ফেরেন স্টোকস।

প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে সফল বোলার দুই স্পিনার, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন নেন ৩টি করে উইকেট। এছাড়াও অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ভারতের দুই ওপেনার। তবে ২৪ রান করে দিনশেষে সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

দ্বিতীয় দিনে ব্যাট হাতে নিজেদের দাপট দেখানো শুরু করে স্বাগতিকরা। জয়সওয়াল, রাহুল এবং জাদেজা যথাক্রমে ৮০, ৮৬ ও ৮৭ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। আজ তৃতীয় দিনের প্রথম ইনিংসে অক্ষরের ৪৪ রানের মাধ্যমে ভারতের মট সংগ্রহ দাঁড়ায় ৪৩৬ রান।

ইংল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগার পার্ট টাইম বোলার জো রুটের। ৪টি উইকেট শিকার করেছেন তিনি।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এখন ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৯। 

এ সম্পর্কিত আরও খবর