আরিফুলের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য ছুঁড়ে দিলো যুবারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-26 18:32:57

প্রথম ২৫ ওভারে ১০৪ রান, পরের ২৫ ওভারে এলো ১৮৭ রান। 

ব্লুমফন্টেইনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ে দুটি ভিন্ন ছবি দেখা গেল। প্রথম ২৫ ওভারে ‘ধীরে চলো’ নীতি, আর পরের ভাগে ‘মার মার কাট কাট’ ব্যাটিং। তাতে শেষ পর্যন্ত আনকোরা আমেরিকানদের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করেছে বাংলাদেশ।

শুরুর ব্যাটাররা ধীরে-সুস্থে রান তুললেও মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম ছিলেন ব্যতিক্রম। ৯ চারে ১০৩ বলে সমান ১০৩ রানের ইনিংস খেলেছেন। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। বিশেষ করে চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে তার ১২২ রানে জুটিতেই লড়াকু পুঁজিকে বড় স্কোরে পরিণত করতে সমর্থ হয় যুবারা। 

আরিফুলের মতো বড় ইনিংস খেলতে না পারলেও ৪৪ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন আহরার। যুক্তরাষ্ট্রের পক্ষে ৬৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আর্য গার্গ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপের সুপার সিক্স। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ছন্দে ফেরে বাংলাদেশের যুবারা।

এ সম্পর্কিত আরও খবর