টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-26 14:14:07

যুব বিশ্বকাপের গ্রুপপর্বের আজকে (শুক্রবার) শেষ ম্যাচ বাংলাদেশের। আসরের শুরুতে ধাক্কা খেলেও আইরিশদের উড়িয়ে লড়াইয়ে ফিরেছে শিবলি-রাব্বিরা। এতে বাংলাদেশের সামনে এখন এই ম্যাচে জিতে সহজেই পরের রাউন্ডে উঠার হাতছানি। তবে হয়তো রানার্স-আপ হয়েই সুপার সিক্স রাউন্ডে উঠবে মাহফুজুর রহমান রাব্বির দল। কারণ, এদিকে দুই ম্যাচের দুটিতেই দাপুটে জয়ে শীর্ষে বেশ ভালোভাবেই আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন। এই মাঠেই আগের দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানেই নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে যুবারা।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। বর্শনের বদলে একাদশে জায়গা মিলেছে আরেক বোলার ইকবাল হোসেন ইমনের।

বাংলাদেশ যুব একাদশ:

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

এ সম্পর্কিত আরও খবর