১১ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ব্রিসবেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-24 21:30:17

১১ বছর পর বিগ ব্যাশ শিরোপার নাগাল পেয়েছে ব্রিসবেন হিট। সেই ২০১২-১৩ মৌসুমে প্রথমবার শিরোপা জয়ের উৎসব করার পর আর ফাইনালের দেখাও পায়নি দলটি। তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সেই আক্ষেপ ঘুচিয়ে আবার বিগ ব্যাশ জয় করেছে হিট। ফাইনালে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে তারা।

নকআউট পর্বের সর্বশেষ ম্যাচে রেকর্ড ১২ ছক্কায় ১৪০ রান করা ব্রিসবেন ওপেনার জশ ব্রাউনও এদিনও ছন্দে ছিলেন। সিডনি বোলারদের তুলোধুনো করে ৩৮ বলে খেলেছেন ৫৩ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাম লেখানো এই ব্যাটার।

তার ইনিংসে চড়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে ব্রিসবেন। ৩২ রানে ৪ উইকেট নেন সিডনির শন অ্যাবট।

১৬৭ রানের লক্ষ্যে নেমে রান তাড়ায় কখনো ছন্দ খুঁজে পায়নি সিডনি। নিয়মিত বিরতিতে ১১২ রানে অলআউট হয়ে যায় তারা। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ফাইনাল সেরা হয়েছেন ব্রিসবেনের স্পেনসার জনসন।

এ সম্পর্কিত আরও খবর