টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টির সেরা সূর্যকুমার, উদীয়মান রবীন্দ্র

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-24 19:33:03

আইসিসি অ্যাওয়ার্ডসের মৌসুম চলছে। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) তিন ফরম্যাটে ২০২৩ সালের বর্ষসেরা একাদশ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, বছরের সেরা উদীয়মান ক্রিকেটার এবং সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ক্রিকেটারের নাম প্রকাশিত হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ধুমধাড়াক্কা ফরম্যাট টি-টোয়েন্টির বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। গত বছর ১৭ ইনিংসে ৭৩৩ রান করেছেন ‘স্কাই’। ৪৮.৮৬ গড়ে এই রান এসেছে তার ব্যাটে, স্ট্রাইক রেট ১৫৫.৯৫। বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বও করেন সূর্যকুমার।

এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তর্কসাপেক্ষে সবচেয়ে বড় চমক হয়ে এসেছিল রাচিন রবীন্দ্রর ব্যাটিং। ব্ল্যাকক্যাপসদের হয়ে বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছিল ৫৭৮ রান। এর সুবাদে ২০২৩ সালের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার গিয়েছে তার ঝুলিতে।

পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় রবীন্দ্র বলেন, ‘অসাধারণ অনুভূতি। আইসিসি থেকে স্বীকৃতি সবসময়ই বিশেষ কিছু।’

একনজরে আজ আইসিসির বর্ষসেরার পুরস্কার পেলেন যারা

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ) - সূর্যকুমার যাদব (ভারত)

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী) - হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (পুরুষ) - রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (নারী) - ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার (পুরুষ) - বাস ডে লিড (নেদারল্যান্ডস)

বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার (নারী) - কুইন্টর আবেল (কেনিয়া)

এ সম্পর্কিত আরও খবর