জয়ের জন্য কেবল ৯৬ রান দরকার মেয়েদের 

ক্রিকেট, খেলা

Apon tariq | 2024-01-24 14:59:40

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে দেশের মাটিতে শুরু হয়েছে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্ট। টুর্নামেন্টের এই উদ্বোধনী প্রথম ম্যাচে আগে টসে জিতে লঙ্কান নারী অনূর্ধ্ব-১৯ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেখানে নিশি ও রাবেয়ার বোলিং নৈপুণ্যে লঙ্কানদের ৯৫ রানেই থামায় স্বাগতিকরা। 

এদিকে মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরুটাও ভালো পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষ ১ উইকেট হারিয়ে ২২ রান তুলেছে তারা। জয়ের জন্য ১০২ বলে দরকার আর ৭৪ রান।  

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্রেফ ৯৫ রান তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ২১ রান করেন রাশমি। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন নিশি ও রাবেয়া। 

এ সম্পর্কিত আরও খবর