যুবা পেসার মারুফকে আইসিসির তিরস্কার 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-24 09:31:43

 

যুব বিশ্বকাপে এবারের আসরের শুরুটা ধাক্কা দিয়েই হয়েছিল বাংলাদেশের। এবার দিন তিনেক সেই ম্যাচ ঘিরেই আরও এক দুঃসংবাদ যুবাদের ঝুলিতে। সেই ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন পেসার মারুফ মৃধা। এতে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে মারুফের প্রথম ডিমেরিট পয়েন্ট। 

আইসিসির আচরণবিধির লেভেল ১ এর ২.৫ ধারা ভেঙেছেন মারুফ। এতে ডিমেরিট পয়েন্ট ছাড়াও আইসিসির মৌখিক তিরস্কারও ভোগ করতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। যদিও আর্থিক কোনো জরিমানার মুখে পড়তে হয়নি তাকে। 

ঘটনাটি মূলত ভারতের বিপক্ষে ম্যাচের ৪৪তম ওভারে। প্রতিপক্ষ ব্যাটার আরাভেল্লি আভানিসকে আউট করে আক্রমণাত্মকভাবে তাকে দুবার ড্রেসিংরুমে ফিরে যাওয়ার অঙ্গভঙ্গি করেছিলেন মারুফ। এতেই এমন শাস্তির মুখে পড়তে হয় দলের অন্যতম এই তারকা পেসারকে। 

অবশ্য এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি শাইদ ওয়াদভাল্লার শাস্তি মেনে নিয়েছেন মারুফ। 

এ সম্পর্কিত আরও খবর