৫০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে যুবারা  

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-20 19:41:17

বোলিংটা হয়েছে মন্দের ভালো। বাকিরা সেভাবে নৈপুণ্য দেখাতে না পারলেও বোলিংটা যেন একাই সামলে নিয়েছেন মারুফ মৃধা। তার ফাইফারের পরেও অবশ্য দলীয় সংগ্রহ ২৫০ ছাড়িয়েছে ভারতের। হয়েছে মোটে ২৫১। সেই চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো হলেও পরক্ষণে চাপে পড়ে যায় বাংলাদেশের যুবারা। ৩ রানেই হারিয়েছে ৩ উইকেট। বাকি ৯ রান যোগে আরও একটা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে ৪ উইকেটে ৫৪ রান তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

এর আগে আসরের নিজেদের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সেখানে ওপেনার আদর্শ সিংয়ের ৭৬ এবং অধিনায়ক উদয় সাহারানের ৬৪ রানের ভরে ৭ উইকেটে ২৫১ রান তোলে ভারত।

 

এ সম্পর্কিত আরও খবর