জাকিরের ফিফটিতে চট্টগ্রামকে কঠিন চ্যালেঞ্জ সিলেটের

ক্রিকেট, খেলা

Apon tariq | 2024-01-19 21:14:46

বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে দেড়শ পেরোনো টার্গেট ছুড়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৭৭ রান জমা করেছে মাশরাফি বিন মুর্তজার দল।

এদিন ২৫০ দিন পর মাঠে নেমেছেন মাশরাফি। সিলেটের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অবশ্য টস ভাগ্যটা হাসেনি মাশরাফির। চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম টসে জিতে ব্যাটিংয়ে পাঠান মাশরাফির দলকে। ব্যাট হাতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছে সিলেট। দুই ওপেনার নাজমুল শান্ত ও মোহাম্মদ মিঠুন দু’জনেই পেয়েছেন রানের দেখা।

তাদের দু’জনের জুটি ভাঙে ৬৭ রানে। শান্তকে ফিরতে হয় ৩০ বলে ৩৬ রান করার পর। এরপর জাকির হাসান এসে সঙ্গ দেন মিঠুনকে। ৯৫ রানে ব্যক্তিগত ৪০ রানে থামেন মিঠুন। তবে ভুল করেননি জাকির। তুলে নিয়েছেন চলতি আসরের প্রথম হাফ সেঞ্চুরি। পথে দারুণ সঙ্গ পেয়েছেন হ্যারি টেক্টরের কাছ থেকে। দু’জনের ব্যাটেই চট্টগ্রামকে লড়াকু টার্গেট দিয়েছে সিলেট।

ব্যাট হাতে ৪৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন জাকির। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেওয়া টেক্টর করেন ২০ বলে ২৬ রান। দু’জনের জুটিতে এসেছে ৮২ রান। তাদের দিনে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রামের কোনো বোলার।

এ সম্পর্কিত আরও খবর