‘ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হবো’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-13 15:10:54

 

খেলার মাঠের সাকিব এখন রাজনীতির মাঠেরও। তবে সামনে যদি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান হিসেবে দেখা যায়, সেখানে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কেননা এমন কিছু হওয়ার ইচ্ছা অনেক আগেই পোষণ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সদ্য দেশের সংসদ সদস্য হওয়ায় যেই ইচ্ছাটা হয়তো আরও তীব্র হয়েছে সাকিবের। যদিও সেই পথ এখনো দেরি।  

তবে সুযোগ আসলে সেটা মোটেও হেলায় ভাসাতে চান না সাকিব। সেখানেও দিতে চান নিজের সেরাটা। কেননা ব্যাট-বলে বিশ্ব মাতানো সেরা এই অলরাউন্ডারের নতুন কোথাও নিজেরে সেরার কাতারে রাখাটা যেন স্বাভাবিকই হয়ে দাঁড়িয়েছে। 

সামনে বিপিএলের আসর। গতবছর ঠিক এমন বিপিএলের আগে সাকিব এক কথা হঠাতই এসেছিল আলোচনায়। সুযোগ পেলে এক মাসের মধ্যেই ঘরোয়া ক্রিকেটের ফ্রাঞ্চাইজিভিত্তিক আসরটি বদলে ফেলতে পারবেন তিনি। তখনই অনেকটা বোঝা দিয়েছিল বোর্ডের পরিচালনার দায়িত্ব নিয়ে সাকিবের দূরদর্শিতা। এবারের বিপিএলের আগেও বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেন সাকিব। 

সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি আমি যখন যাব তখন বাংলাদেশের ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হবো। এটা আমার বিশ্বাস। পাই না পাই এটা পরের কথা। চিন্তাই যদি না থাকে সেরা হওয়ার, সেরা কাজটা কীভাবে করব?’

সেই সুযোগের অপেক্ষায় না থাকলেও যদি কখনো আসে তা কখনো হাতছাড়া করতে চাইবেন না বলেও জানান সাকিব। 

এ সম্পর্কিত আরও খবর