এ বছরই বিসিবি ছাড়ার চেষ্টা করব: পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-11 18:43:05

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। নির্বাচিত হয়ে আরেকটা সুখবর পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মন্ত্রিসভায়। বুধবার (১০ জানুয়ারি) রাতে এই খবর ছড়িয়ে পড়ার পরই তার বিসিবি সভাপতি পদে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বঙ্গভবনে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বেসরকারি চ্যানেলের প্রশ্নের জবাবে সে রহস্যের উপর থেকে পর্দা সরিয়েছেন পাপন। সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবি সভাপতি পদে এটাই তার সর্বশেষ মেয়াদ। মেয়াদ অনুযায়ী আগামী বছর পর্যন্ত দায়িত্বে থাকার কথা তার। কিন্তু সম্ভব হলে তার আগেও যে ছেড়ে দিতে পারেন।

একইসঙ্গে বিসিবি সভাপতি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘সামনের বছর তো এমনিতেই ছাড়তাম, চেষ্টা করব এটা এই বছরই ছাড়া যায় কিনা।’

কিন্তু সভাপতির পদ ছাড়া নিয়ে যে জটিলতা আছে সেটাও পরিস্কার করেছেন বিসিবি কর্তা, ‘আইসিসির আবার কিছু নিয়ম-কানুন আছে। ওদের বেশকিছু কমিটিতে আমি আছি, বিশেষ করে (কিছু কমিটিতে) চেয়ারম্যানের দায়িত্বেও আছি। ওরা আবার হঠাৎ করে এটা পরিবর্তন করে না।’

এক্ষেত্রে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিতের উদাহরণ টেনে পাপন যোগ করেন, ‘আপনারা শ্রীলঙ্কার ঘটনা দেখেছেন, তারা কিন্তু হঠাৎ নতুন কাউকে আনা অনুমোদন করে না। মেয়াদ পূর্ণ করতে হয়।’

তবে এরপরও নিজের পক্ষ থেকে এই বছরই বিসিবি  সভাপতির পদ ছাড়তে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক।

উল্লেখ্য, গত বছর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পদে ‘আর সর্বোচ্চ এক বছর’ থাকার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন।

এ সম্পর্কিত আরও খবর