সাকিব-মাশরাফিসহ নির্বাচনে ক্রীড়াঙ্গনের যত মুখ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2024-01-06 20:00:13

দুয়ারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই ভোট উৎসবে মাতবে দেশ। গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, ভোটের আরজি জানিয়েছেন। পোড় খাওয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে এবার নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রীড়াজগতের তারকারাও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমবারের মতো নির্বাচন করছেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চ্যালেঞ্জ টানা দ্বিতীয়বার জয়ের। তাদের বাইরেও ক্রীড়াঙ্গনের আরও অনেক তারকাই সংসদ সদস্য হওয়ার দৌড়ে আছেন।

ক্রীড়াঙ্গনের বেশিরভাগ তারকাই নির্বাচন লড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। কেউ কেউ অবশ্য স্বতন্ত্র হিসেবেও সংসদ সদস্য হওয়ার পরীক্ষা দিতে নেমেছেন। সাকিব এবং মাশরাফি দুজনই নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। সাকিব মাগুরা-১ এবং মাশরাফি নড়াইল-২ আসন থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রিকেট মাঠে সাকিব-মাশরাফিদের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচনের ময়দানে লড়ছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে।

ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক এবং নারী ক্রিকেট কর্তা শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন মৌলভীবাজার-২ আসন থেকে। এবারই প্রথম নির্বাচনের ময়দানে নেমেছেন এই ক্রিকেট সংগঠক।

ক্রিকেটের বেশকিছু বড় নাম নির্বাচনে থাকলেও সংখ্যার দিক দিয়ে নির্বাচনের মাঠে এগিয়ে ফুটবল। সাবেক ফুটবলার আর বর্তমান বাফুফে সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে লড়ছেন নৌকা প্রতীক থেকে, তার প্রতিদ্বন্দ্বী এসএম মোর্তজা রশীদী দারাও তারই আসন থেকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

বাফুফের আরেক সহ সভাপতি কাজী নাবিল আহমেদও আছেন নির্বাচনের মাঠে, নৌকা প্রতীক নিয়ে লড়ছেন যশোর-৩ আসনে। এর আগে ২০১৪, ২০১৮ নির্বাচনেও লড়েছেন তিনি। আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েও পারেননি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন নোয়াখালী ২ আসন থেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নেত্রকোণা-২ আসন থেকে।

এ সম্পর্কিত আরও খবর