টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-05 20:35:57

আগামী জুনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজও। মার্কিন মুলুকে অনুষ্ঠেয় সে বিশ্বকাপের গ্রুপিং আজ (শুক্রবার) ঘোষণা করা হয়েছে। অবশ্য আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার আগেই গ্রুপিং ফাঁস করে দেয় ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ ‘ডি’তে। এই গ্রুপটিকেই বিশ্বকাপেরগ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ বলা হচ্ছে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

১ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের প্রথম ম্যাচ প্রায় এক সপ্তাহ পর। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। ১০ জুন বাংলাদেশের পরের ম্যাচ নিউইয়র্কে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এই দুই ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ। সেখানে ১৩ এবং ১৬ জুন কিংসটাউনে যথাক্রমে নেদারল্যান্ডস এবং নেপালের বাকি দুই ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গ্রুপ পর্বের পর চারটি গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে।

এ সম্পর্কিত আরও খবর