কেপটাউন যেন বধ্যভূমি একদিনেই নেই ২৩ উইকেট!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-03 21:42:45

কেপটাউনে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবটা অবশ্য ভালোই দিচ্ছিল ভারত। তবে শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছে ১৫৩ রানে। যার মধ্যে শেষ ৬ উইকেট কোনো রানই তুলতে পারেনি ভারত। এরপরও ৯৮ রানে এগিয়ে ছিল সফরকারী। তাই শঙ্কা ছিলই।

প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা দিনের শেষ সেশনটা পার করতে পারবে তো। অবশ্য সেটা তারা পেরেছে। শেষ বিকেলে ৬২ রান জমা করেছে স্কোরবোর্ডে। যদিও সেটা তুলতে ৩ উইকেট খরচ করতে হয়েছে ভারতকে। অর্থাৎ কেপটাউন টেস্টের প্রথম দিনে খোয়া গেছে ২৩ উইকেট!

এদিন আগে ব্যাট করতে নামা প্রোটিয়া ব্যাটারদের রীতিমতো চেপে ধরে সিরাজ-বুমরাহ-মুকেশরা। সিরাজের ৬ উইকেটের সঙ্গে বাকি চার উইকেট নিয়েছেন দু’জনে। তাতে প্রোটিয়াদের ইনিংস থামে মাত্র ৫৫ রানে।

জবাবে ১৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। জয়সওয়াল অবশ্য ফিরে যান রান না করেই। এরপর শুভমান গিলকে নিয়ে প্রোটিয়াদের রান টপকে লিড এনে দেন রোহিত। থিতু হওয়ার পর অবশ্য দু’জনেই হতাশ করেছেন। ৩৯ রানে রোহিত ফেরার পর গিল ফিরেন ৩৬ রানে। ১০৫ রানে তিন উইকেট হারায় ভারত।

এরপরও যথেষ্ট ব্যাটার থাকায় ভারতের লক্ষ্যটা বড়ই ছিল। তবে শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বিরাটকে সঙ্গ দিতে পারেনি কোনো ব্যাটার। শেষদিকে লোকেশ রাহুলের ৮ রান ছাড়া বাকিরা রানের খাতাই খুলতে পারেননি। বিরাট ৪৬ রানে থামলে ১৫৩ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত! ততক্ষণে ৯৮ রানে এগিয়ে ভারত।

দ্বিতীয় ইনিংসে জবাবটা কেমন দেয় প্রোটিয়ারা সেটাই ছিল দেখার। সেখানে অবশ্য প্রথম ইনিংস অপেক্ষা দ্বিতীয় ইনিংসে ভালোই ব্যাট চালিয়েছে স্বাগতিকরা। ৬২ রান জমা করেছে। যদিও এখনও ভারতের চেয়ে ৩৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ৩৬ রানে মার্করাম ও ৭ রানে বেডিংহাম ব্যাট করতে নামবেন। তাদের ব্যাটেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে স্বাগতিকরা। আর সেটি করতে না পারলে যে দ্বিতীয় দিনেই শেষ হচ্ছে কেপটাউন টেস্ট সেটুকু বলে দেওয়ায় যায়।

এ সম্পর্কিত আরও খবর