কেপটাউনের ‘মৃত্যুকূপে’ সুবিধা করতে পারল না ভারতও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-03 20:14:45

কেপটাউনের উইকেট ব্যাটারদের জন্য স্রেফ মৃত্যুকূপ। টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এক সেশনও ব্যাট করতে পারেননি, অলআউট ৫৫ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও সুবিধা করতে পারেনি। ১৫৩ রান তুলতে তারাও খুইয়েছে ১০ উইকেট। তবে ৯৮ রানের লিডে আপাতত কিছুটা এগিয়েছে ভারত।

কেপটাউন টেস্টে দিনের শুরুটা হয়েছিল প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয় দিয়ে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৫ রানে ৬ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকাকে দুঃস্বপ্ন উপহার দেন। ৫৫ রানে গুটিয়ে যায় তারা।

সে রান টপকে যাওয়ার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা মন্দ হয়নি। রোহিত শর্মা (৩৯), শুবমান গিল (৩৬), বিরাট কোহলিদের (৪৬) ইনিংসগুলোতে সহজেই প্রোটিয়াদের সংগ্রহ টপকে যায় ভারত। কিন্তু তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। আর পরের ব্যাটারদের উপর চেপেছিল প্রোটিয়া ব্যাটারদের ভূত। ১৫৩ রানে দলটির পঞ্চম উইকেট পতনের পর সে রানেই বাকি সব উইকেট হারিয়ে বসে তারা।

তিন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বার্গার সমান তিনটি করে উইকেট নিয়ে ভারতের ধস নিশ্চিত করেন।

উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়নে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

এ সম্পর্কিত আরও খবর