আফগানদের হারিয়ে লঙ্কানদের মধুর প্রতিশোধ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 14:25:17

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিল আফগানিস্তান। গ্রুপ পর্বের সেই হারের মধুর প্রতিশোধ লঙ্কানরা। আফগানদের হারিয়েছে ৪ উইকেটে। জয়টা এসেছে পাঁচ বল হাতে রেখেই।

উদ্বোধনী ম্যাচে হারের কারণে সতর্ক হয়েই ব্যাটিং চালিয়েছে শ্রীলঙ্কা। কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেনি। কিন্তু তারপরও ১৭৬ রানের লক্ষ্য টপকে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ফেলেছে। কুশল মেন্ডিস ৩৬, পাথুম নিসানকা ৩৫, দানুশকা গুনাথিলাকা ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৩১ এনে দেন।

আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও নাভিন উল হক। একটি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবী।

ব্যাটিংয়ে ঝলক দেখান রহমানুল্লাহ গুরবাজ। তার সঙ্গে হাতের ব্যাটিং হাসি উপহার দেন ইব্রাহিম জাদরান। দুজনের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কার সামন ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় আফগানিস্তান। 

গুরবাজ ৪৫ বলে খেলেন ৮৪ রানের দাপুটে এক ইনিংস। তাতে ছিল চার বাউন্ডারি ও ছয় ছক্কা। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৪০ রানের কার্যকর এক ইনিংস। দুজনের ব্যাটিং ঝলকে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়ে আফগানরা।

শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন দিলশান মাদুশানকা। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্ডো ও মহেশ ঠিকশানা। 

তার আগে টস জিতে ফিল্ডিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

এ সম্পর্কিত আরও খবর