ব্যাটিংয়ে ঝলক দেখালেন রহমানুল্লাহ গুরবাজ। তার সঙ্গে হাতের ব্যাট হাসালেন ইব্রাহিম জাদরান। দুজনের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কার সামন ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান।
গুরবাজ ৪৫ বলে খেলেন ৮৪ রানের দাপুটে এক ইনিংস। তাতে ছিল চার বাউন্ডারি ও ছয় ছক্কা। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৪০ রানের কার্যকর এক ইনিংস। দুজনের ব্যাটিং ঝলকে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়েছে আফগানরা।
শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন দিলশান মাদুশানকা। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্ডো ও মহেশ ঠিকশানা।
তার আগে টস জিতে ফিল্ডিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।