ওপেনিংয়ে ব্যাট হাতে দৃঢ়তা দেখান মেহেদী হাসান মিরাজ। ওয়ানডাউনে নেমে ব্যাটিং লড়াইয়ে সঙ্গী হন সাকিব আল হাসান।
মিডল অর্ডারে ব্যাটিং ঝলক দেখান আফিফ হোসেন মাহমুদউল্লাহ রিয়াদ। চার ব্যাটসম্যানের ওপর নির্ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ।
মিরাজের ৩৮ রানের সঙ্গে দলীয় স্কোরে ২৪ রান যোগ করেন ক্যাপ্টেন সাকিব। তরুণ অলরাউন্ডার আফিফের ব্যাট থেকে আসে মিরাজের সমান ৩৯ রান। মাহমুদউল্লাহর কল্যাণে আসে ২৭ রান।
শেষে মোসাদ্দেক হোসেন ২৪* রানে অপরাজিত থেকে যান। আর ১১ রান আসে তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে।