হংকংকে হারিয়ে সুপার ফোরে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:46:02

প্রথম ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। এবার ধরাশায়ী করল হংকংকে। ভারত জিতল ৪০ রানে। এনিয়ে টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে ক্যাপ্টেন রোহিত শর্মার দল।

দুবাইতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের পুঁজি গড়েছে ভারতীয়রা। ম্যাচসেরা সূর্যকুমার যাদব ৬৮* ও বিরাট কোহলি ৫৯* রান এনে দেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানেই থেমে যায় হংকংর ইনিংস। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান করেন বাবর হায়াত। ৩০ যোগ করেন কিঞ্চিত শাহ।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন আভেশ খান, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং ও ভুবনেশ্বর কুমার।

এ সম্পর্কিত আরও খবর