বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে ফের নজর কেড়েছেন নাঈম শেখ।
তাইতো বাংলাদেশের এশিয়া কাপের দলে হঠাৎ ডাক পেয়েছেন এই ওপেনার। দল থেকে বাদ পড়ার পর নাঈম ফের জায়গা পেয়ে গেছেন দলে। আজ সোমবার বিবৃতিতে নাঈম শেখের জাতীয় দলে ফেরার খবর নিশ্চিত করেছে বিসিবি।
এশিয়া কাপ খেলতে আগামীকাল মঙ্গলবার বিকেলে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ থেকে নাঈম শেখ দলের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন।
বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ।'
ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তারা বাদ পড়াতেই ভাগ্যের শিকে খুললো নাঈমের।