জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এবং সেটা এক ম্যাচ হাতে রেখেই। সিরিজ ট্রফি খুইয়ে আরও একটি খারাপ খবর পেয়েছে টাইগাররা। আইসিসির দেয়া শাস্তির খড়গ চেপে বসেছে তামিম ইকবালদের কাঁধে।
হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে অতিথি খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ইনিংসের শেষ দুই ওভার নির্ধারিত সময়ের পর করে তামিম ইকবালের দল। বোলিংয়ে বিলম্বের শাস্তি হিসেবে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ক্যাপ্টেন তামিম স্লো ওভার রেটের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।