ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। খেললেন দারুণ এক ইনিংস। তার আগে ফিফটি হাঁকান ওপেনার তামিম ইকবাল। দুজনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
৮০ রানের হার না মানা অসাধারণ এক ইনিংস খেলেন রিয়াদ। ৫০ রানের দুরন্ত এক ইনিংস উপহার দেন তামিম।
দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন এনে দেন ৪১ রান।
জিম্বাবুয়ের হয়ে তিন উইকেট শিকার করেন সিকান্দার রাজা। দুটি উইকেট নেন ওয়েসলি মাধেবেরে। একটি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গা।