ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দর্শক বনে গেছেন লিটন দাস। সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে পারবেন না তারকা এ ওপেনার।
হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডে ৫ উইকেটে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খবরটি নিশ্চিত করেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।
পেশির টান নিয়ে এখন মাঠের বাইরে লিটন। এশিয়া কাপে তার খেলা নিয়ে দিয়েছে অনিশ্চয়তা। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ লিটন। রান নেয়ার সময় পেশিতে টান লাগায় মাঠে বসে পড়েন তিনি। মাঠ ছাড়ার আগে লিটন ৮৯ বল খেলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রান যোগ করেন দলীয় স্কোরে।