এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে ২৭ আগস্ট। ফাইনালের মধ্য দিয়ে মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্ট পর্দা নামবে ১১ সেপ্টেম্বর।
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ২০২২ বসবে সংযুক্ত আরব আমিরাতে। তবে আয়োজক থাকছে শ্রীলঙ্কাই। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে দেশের মাটিতে আসরটি আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।
আসরে খেলবে ৬টি দল। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি অংশ নিবে মূল পর্বে। তাদের সঙ্গে একটি দল যোগ দিবে বাছাইপর্ব পেরিয়ে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাইপর্ব থেকে আসা একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। এর আগে ২০১৮ এশিয়া কাপেও গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ ছিল এই দুই দল। গ্রুপ পর্বে পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সবাই।
১৬ দিনের এই টুর্নামেন্টে দুবাই ও শারজাহতে হবে ১৩টি ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ৬টি করে ম্যাচ শেষে হবে ফাইনাল।
দুই গ্রুপের সেরা দুই দল লড়াই করবে সুপার ফোরে। এ রাউন্ডে প্রতিটি দল অন্য দলকে মোকাবিলা করবে একবার করে।
এশিয়া কাপের বাছাই শুরু হবে ২১ আগস্ট। এতে অংশ নেবে হংকং, কুয়েত, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব-আমিরাত।