অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ। এই রেকর্ডটা কখনোই নিজের করে নিতে চাননি তারকা এ স্পিনার। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলার হিসেবে এক ওভারে সর্বোচ্চ ৩৪ রান দেয়ার লজ্জার রেকর্ডে নিজের নাম লেখালেন নাসুম।
নাসুমের প্রথম চার চার বলেই ছক্কা হাঁকান রায়ান বার্ল। পঞ্চম বলে আসে বাউন্ডারি। শেষ বলে ফের ছক্কা হজম করেন নাসুম। অথচ রায়ান বার্ল খেলছিলেন ১৪ বলে ৯ রান নিয়ে। আর জিম্বাবুয়ে ধুঁকছিল ১৪ ওভারে ৬ উইকেটে ৭৬ রান নিয়ে। বার্ল হঠাৎ বিধ্বংসী হয়ে উঠায় সংগ্রহ বেড়ে যায় স্বাগতিকদের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড থেকে রেহাই পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ২০১৭ সালে ডেভিড মিলারকে ৩১ রান দিয়ে ছিলেন তিনি। পচেফস্ট্রুমে সেদিন টানা ৫ ছক্কার পর ১ রান নিয়েছিলেন মিলার।
জিম্বাবুয়ের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ডটি ছিল বার্লের। ২০১৯ সালে মিরপুরে সাকিব আল হাসানের এক ওভারে তিনটি করে ছক্কা ও চারে ৩০ রান নিয়েছিলেন বার্ল। এবার নিজের সেই রেকর্ড বার্ল ভাঙলেন নিজেই।