এশিয়া কাপের এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে দেশটিতে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে শোনা যাচ্ছিল এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
শেষমেশ আলোর মুখ দেখছে সেই উড়ো খবরই। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই'র সভাপতি সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছেন খবরটি।
বিসিসিআই প্রধান বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’
টুর্নামেন্টের আয়োজকদের তালিকায় ছিল বাংলাদেশ ও ভারত। কিন্তু বৃষ্টির কারণে দেশ দুটিতে আর হচ্ছে না ক্রিকেট আসরটি।
আগামী অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি সংস্করণে। আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হবে এ টুর্নামেন্ট।