এবারের টি-টেন লিগে খেলবেন ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। টুর্নামেন্টে বাঁ-হাতি এ অলরাউন্ডার অংশ নেবেন বাংলা টাইগার্সের হয়ে।
টি-টেনের ষষ্ঠ আসরে সাকিব থাকছেন বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে। এমনকি দলের নেতৃত্বও উঠতে পারে কাঁধে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সাকিবের দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের দায়িত্ব দেওয়া পালন করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে আসরটি। এবারের আসর হবে নভেম্বরে।