২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:38:50

ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে টাইগাররা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বললেই চলে। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবেন বাংলাদেশের দামাল ছেলেরা। 

তার আগে দুই কিস্তিতে আগামী ২০ ও ২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরবেন ক্রিকেটাররা। দুটি বহরই ঢাকায় পৌঁছাবে বিকেল পাঁচটায়। তবে দলের অন্য সতীর্থদের সঙ্গে এখনই ঢাকায় আসছেন না ক্যাপ্টেন তামিম ইকবাল। ছুটি কাটাতে তিনি যাচ্ছেন ইংল্যান্ডে। 

আজ মঙ্গলবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সিরিজের সময়সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে ৩০ জুলাই। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি পর মাঠে গড়়াবে ওয়ানডের সিরিজ। আগামী ৫, ৭ ও ১০ আগস্ট বাংলাদেশ ও জিম্বাবুয়ে খেলবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।

এ সম্পর্কিত আরও খবর