ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাইজুল ইসলাম। বিধ্বংসী বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো শিকার করলেন পাঁচ উইকেট। তাতে সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন নিকোলাস পুরান।
ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৮ রান। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে ১৭৯ রান দরকার টাইগারদের।
পুরান ১০৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। কেসি কার্টি ফেরেন ৩৩ রান নিয়ে। ১৮ রান যোগ করেন রভম্যান পাওয়েল । ১৯ রান আসে রোমারিও শেফার্ডের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে তাইজুল একাই শিকার করেছেন ৫ উইকেট। দুটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান মোসাদ্দেক হোসেন।