দুরন্ত বোলিং করে চলেছেন তাইজুল ইসলাম। তার স্পিন জাদুতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ১৪১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।
ফিফটি হাঁকিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন নিকোলাস পুরান (৬৬ ব্যাটিং)। কেসি কার্টি ফেরেন ৩৩ রান নিয়ে। ১৮ রান যোগ করেন রভম্যান পাওয়েল ।
বাংলাদেশের হয়ে তাইজুল একাই শিকার করেছেন চার উইকেট। একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।