সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। দুদলের লড়াইটা হবে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে।
প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে টাইগাররা হেরে গেছে ৩৫ রানে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
আজ জিতলেই সিরিজ ট্রফি ছিনিয়ে নেবে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজে সমতায় ফিরতে জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
দ্বিতীয় ম্যাচে টাইগারদের বোলিং ভালো হয়নি অতিথিদের। তবে ব্যাটিং ঝলক দেখিয়ে ছিলেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। অবশ্য প্রথম ম্যাচে ব্যাটিং ছিল অসম্ভব বাজে।
পিঠের হালকা চোটের জন্য উইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি ওপেনার মুনিম শাহরিয়ার। তবে ওপেনিংয়ে ফের মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়কে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘চিন্তার বিষয়, ঠিক ওভাবে দেখছি না। যারাই সুযোগ পাচ্ছে, আমরা চেষ্টা করব তাদের ঠিকঠাকভাবে সুযোগ দিতে। যেন ওরা বিশ্বাস রাখতে পারে, যখন সুযোগ পাবে ঠিকভাবে সুযোগ পায়, অন্তত ৩-৪ ম্যাচ সুযোগ পায়। যদি ক্লিক করতে না পারে তখন বিকল্পের কথা ভাববো।’
এবার খেলা হবে গায়ানার স্পিন বান্ধব উইকেটে। এ কারণে টাইগারদের একাদশে পরিবর্তন আসতে পারে। দলে ফিরতে পারেন তারকা স্পিনার নাসুম আহমেদ। মাহমুদউল্লাহ দিলেন সেই আভাস, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়ত নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’