প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। আর দ্বিতীয় ম্যাচে হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। সিরিজ ট্রফি হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের দুঃস্বপ্ন না ভুলতেই আরও একটি খারাপ খবর এসে হাজির। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। অতিথিরা শেষ ওভারটা করেছিল নির্ধারিত সময়ের পর। এ কারণে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলের সবাইকে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করেছেন।
ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র, নাইজেল ডুগুইদ, থার্ড আম্পায়ার জর্জি ব্র্যাথওয়েইট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্তার্দ রেফারির কাছে ধীরগতির বোলিংয়ের অভিযোগ করেন।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের শাস্তিটা মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে হারলে সিরিজটাই খুইয়ে ফেলবে টাইগাররা।