বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সুযোগটা নিয়েছে স্বাগতিকরা। ব্যাটিং তাণ্ডব চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য টাইগারদের সামনে ছুঁড়ে দিয়েছে ১৯৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েল। দুজনেই পেয়েছেন দুরন্ত দুটি হাফ-সেঞ্চুরি। তাদের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি গড়েছে ক্যারিবিয়ানরা।
ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে ৪৩ বলে ৭ চার ও ১ ছক্কায় আসে ৫৭ রান। রভম্যান পাওয়েল খেলেন ৬১* রানের হার না মানা চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। ২৮ বলের ঝড়ো ইনিংসটি সাজান তিনি ২ বাউন্ডারি ও ৬ ছক্কায়। আর ক্যাপ্টেন নিকোলাস পুরান দলীয় স্কোরে যোগ করেন ৩৪ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সেভাবে কেউ জ্বলে উঠতে পারেননি। দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পান সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
ডোমিনিকার উইন্ডসর পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের। এ ম্যাচেও টস জিতে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন নিকোলাস পুরান। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।