দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের। এ ম্যাচেও টস জিতে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন নিকোলাস পুরান। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশের একাদশে দুটি বদল এসেছে। দল থেকে ছিটকে গেছেন মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদ। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। দলে জায়গা হারিয়েছেন ডেভন টমাস। তার পরিবর্তে দলে ঢুকেছেন কিমো পল।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে গেছে। যে কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-০ তে সমতা বিরাজ করছে এখন। আজ যারা জিতবে সিরিজ জয়ের লড়াইয়ে তারাই এক ধাপ এগিয়ে যাবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কিমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেড ম্যাককয় ও হেডেন ওয়ালশ।