একে একে তৃতীয় টেস্টও নিজেদের করে নিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো ৭ উইকেটের বড় ব্যবধানে।
দাপুটে এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিক ইংল্যান্ড।
হেডিংলিতে জয়ের জন্য ইংলিশদের সামনে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পা রাখে স্বাগতিকরা।
ব্যাট হাতে দাপট দেখালেও সেঞ্চুরির দেখা পাননি অলি পোপ (৮২), জো রুট (৮৬*) ও জনি বেয়ারস্টো (৭১*)। তিন জনকেই সন্তুষ্ট থাকতে হয় ফিফটি নিয়ে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড করে ৩২৬ রান। এতে কিউইদের লিড দাঁড়ায় ২৯৫ রান।
তার আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৬০ রান।