টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। আজ ২৪ জুন ঢাকা ছাড়ার কথা ছিল তার।
তবে চোট তার সে স্বপ্ন মাটি করে দিয়েছে। ফ্লাইট ধরার আগেই ক্যারিবীয় সফর থেকে বাধ পড়লেন তরুণ এ পেস অলরাউন্ডার।
পিঠের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি। যে কারণে বোলিং ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে পারছেন না। বল করলেই চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন।
ব্যাটিংয়ে সমস্যা নেই বললেই চলে। কিন্তু তারপরও বিসিবি তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না।
সাইফউদ্দিন টাইগারদের জার্সিতে সবশেষ খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। ৮ মাস বিরতি শেষে ফের জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য! খেলার সুযোগই পেলেন না।