তামিম-মিরাজের বিদায়, বাংলাদেশ ৫০/২

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:28:27

প্রথম ইনিংসটা যাচ্ছে তাই বাজে কেটেছে বাংলাদেশের। ৪৫ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই ব্যাটিং করে যাচ্ছে টাইগাররা। শেষ দিকে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। সফরকারীরা এখনো ১১২ রানে পিছিয়ে।

তামিম ইকবাল ফিরে গেছেন ২২ রান নিয়ে। নাইটওয়াচম্যান মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। ব্যাটিং করে যাচ্ছেন মাহমুদুল হাসান জয় (১৮*) ও নাজমুল হোসেন শান্ত (৮*)। দুটি উইকেট নেন আলজারি জোসেফ।

তার আগে ২ উইকেট হারিয়ে ৯৫ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক উইন্ডিজ। জন ক্যাম্পবেল (২৪) ও রেমন রেইফার (১১) ফিরলেও প্রথম দিন শেষে উইকেটে টিকে যান ক্রেইগ ব্র্যাথওয়েট (৪২*) ও এনক্রুমাহ বোনার (১২)।

এলোমেলো আর ছন্নছাড়া ব্যাটিংয়ের ষোল কলা পূর্ণ করে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। তবে ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান (৫১)।

বড় সংগ্রহেরই আভাস দিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎ জ্বলে উঠেন মেহেদী হাসান। স্পিন বিষে নীল করে একে একে শিকার করেন ক্যারিবিয়ানদের ৪ উইকেট।

মিরাজের ঘূর্ণি জাদুতে উইকেটে সেভাবে ক্রেইগ ব্রাথওয়েট, এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড ছাড়া অন্য কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। 

ফলে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টেনে দেন টাইগাররা। দলীয় সংগ্রহটা সেভাবে বড় করতে পারেনি। ২৬৫ রানে থেমে গেছে উইন্ডিজের ইনিংস। স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৬২।

ক্রেইগ ব্র্যাথওয়েটের পর ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছিলেন জার্মেইন ব্ল্যাকউড। অর্ধ-শতক হাঁকিয়ে ছুটে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ব্রাথওয়েটের মতো তাকেও শতক বঞ্চিত করেছেন খালেদ আহমেদ। ১৩৯ বলে ৯ বাউন্ডারিতে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন ব্ল্যাকউড। শেষ দিকে ২৩* রান নিয়ে অপরাজিত থেকে যান গুদাকেশ মটি।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ একাই শিকার করেন চার উইকেট। দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও এবাদত হোসেন। একটি করে উইকেট গেছে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের পকেটে।

এ সম্পর্কিত আরও খবর