তামিমের ব্যাটিং ঝলকের পর এবাদতের বোলিং দাপট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:55:28

প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনেও দুরন্ত ব্যাটিং করে গেছেন তামিম ইকবাল। ছাড়িয়ে গেছেন দেড়শ রানের স্কোর। ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। 

তামিম অপরাজিত থেকে গেছেন ১৬২ রানে। ২৮৭ বলে ২১টি চার ও ১টি ছয় ছিল তার ব্যাটে।

তার আগে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষ করে টাইগাররা। ১৪০ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকত ৬ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করেন। তবে তিনি ফেরেন ১৯ রান নিয়ে।

ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তবে বোলিংয়ে এবাদত হোসেন ছাড়া অন্য কেউ দাপট দেখাতে পারেননি। দ্বিতীয় দিন শেষে ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে স্বাগতিকরা। তবে লিটন দাসরা এখনো ১০৯ রানে এগিয়ে।

জেরেমি সোলোজানো উইকেটে রয়েছেন ৮৩ রানে অপরাজিত থেকে। অধিনায়ক ইয়ানিক ক্যারিয়াহ অপরাজিত রয়েছেন ২১ রানে। ৫৯ রান করা ত্যাগনারায়ন চন্দরপলকে বোল্ড করে ১০৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা।

তিনটি উইকেট পেয়েছেন এবাদত হোসেন। বাকি উইকেটটি গেছে রেজাউর রহমান রাজার পকেটে।

এ সম্পর্কিত আরও খবর