রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব প্রতিবন্ধকতা উতরে দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্রটিতে বসতে যাচ্ছে এ ক্রিকেট আসর। এমন খবরই জানাচ্ছে পাকিস্তানের গণমাধ্যম।
ভেন্যু ঠিক থাকলেও সূচিতে কিছুটা আসতে পারে পরিবর্তন। আগের সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। তবে তিন দিন এগিয়ে আগামী ২৪ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু করতে চায় আয়োজক দেশটি।
দ্য নিউজকে জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।’
এবারের আসরে খেলবে ছয়টি দল। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান খেলবে মূল পর্বে। একটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।