ব্যাট হাতে রান পাচ্ছেন না মুমিনুল হক। তার অধিনায়কত্বেও নেই চমক। টাইগারদের ঝুলিতে যোগ হয়েছে আরও একটি দুঃখগাথা। ১০ উইকেটের হারে শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। ক্যাপ্টেন মুমিনুলের কাঁধে চাপটা আরও বেড়েই গেল। এনিয়ে বিসিবি'র ভাবনা-চিন্তা কী?
উত্তরে ব্যাপারটা মুমিনুলের ওপরই ছেড়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন. ‘আজকে ওর সঙ্গে একটু ব্রিফলি বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে বসবো লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে, আমরা বের করে ফেলব।’
মুমিনুল নিজে স্বীকার না করলেও পাপন বলেন, মানসিক চাপে আছেন লাল বলের কাপ্তান, ‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাব।’
অধিনায়কত্ব নিয়ে নয় পাপনের দুশ্চিন্তা মুমিনুলের ব্যাটিং অফ ফর্ম নিয়ে, 'সো ফার মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’