সাকিবের পর লিটনের ফিফটি, লড়ছে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 17:20:40

চতুর্থ দিনের শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ২৩ রানে চার উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে যায় দল। পরে মুশফিকুর রহিম বিদায় নিলে শঙ্কাটা বেড়ে যায়। 

তবে সাকিব আল হাসান ও লিটন দাসের দুরন্ত জুটিতে ইনিংস হারের শঙ্কা কেটে গেলেও হারের শঙ্কা এখনো কাটেনি। 

ম্যাচ বাঁচাতে ব্যাটিং ঝলক দেখিয়ে যাচ্ছেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডার ফিফটি হাঁকিয়ে ছুটছেন সেঞ্চুরির পথে। ফিফটির ছোঁয়ার স্বাদ পেয়েছেন লিটনও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব-লিটনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে টাইগাররা। মিরপুরের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। ওয়ানডে স্টাইলে খেলে ৬২ বলে ৭ বাউন্ডারিতে ৫৩* রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন সাকিব। লিটন ১৩০ বলে ৩ বাউন্ডারিতে ৫০* রানের ধৈর্যশীল ইনিংস খেলে সাকিবকে সঙ্গ দিয়ে যাচ্ছেন। এর আগে ২৩ রান করে ফিরে গেছেন মুশফিক।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

তার আগে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ১৪ রান নিয়ে দিন শেষে অপরাজিত ছিলেন মুশফিক। ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন লিটন।

মুশফিকুর রহিম ও লিটন দাসের দুরন্ত সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশ গড়েছে ৩৬৫ রানের পুঁজি। জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরির সুবাদে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এতে সফরকারীরা লিড পায় ১৪১ রানের।

এ সম্পর্কিত আরও খবর